শিক্ষার আলো ডেস্ক
চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য সিলেবাস প্রকাশ করা হয়েছে। আগামী ৩ আগষ্ট থেকে মূল্যায়ণ শুরু হবে। সর্বমোট ১৩টি বিষয়ের পাঠ্যবইয়ের শুরু থেকে কোন পৃষ্ঠা পর্যন্ত সিলেবাসের অন্তর্ভুক্ত তা প্রকাশ করা হয়েছে।
আগামী ১২ জুন (বুধবার) ২০২৪-এর আগে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এই সিলেবাস শেষ না হবে সেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিচের উপায়ে সিলেবাস শেষ করার জন্য এনসিটিবি কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো-
১. বন্ধের আগেই শিক্ষার্থীকে বন্ধে করণীয় অভিজ্ঞতার ধাপগুলো কী কী, তা সহজ ভাষায় বুঝিয়ে দিন।
২. শিক্ষার্থী বিকল্প কোন কোন কাজ পর্যবেক্ষণ করেন, তার পারদর্শিতা যাচাই করবেন, তা জানিয়ে দিন।
৩. কোথাও দলগত কাজ, পর্যবেক্ষণ, তথ্য সংগ্রহ ইত্যাদি কাজ থাকলে তা বিকল্প উপায়ে (উদাহরণস্বরূপ, দলগত কাজের বদলে একক কাজ, পরিবারের সদস্যদের থেকে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণের কাজটি বাড়ির আশপাশের পরিবেশ থেকে বা ভিডিও দেখে বা ডকুমেন্ট পড়ে সম্পন্ন করা যেতে পারে) কাজটি সম্পন্ন করার কৌশল বলে দিন।
৪. কাজ শেষে সক্রিয় পরীক্ষণের বদলে শিক্ষার্থী কী অ্যাসাইনমেন্ট জমা দেবেন, তার ধারণা এবং জমা দেওয়ার সময় নির্ধারণ করে দিন
৫. প্রয়োজনে অনলাইন ক্লাস করে, অভিভাবকদের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে, মোবাইল গ্রুপে নির্দেশনা প্রদান করে শিক্ষার্থীদের বাড়িতে বসে কাজ পর্যবেক্ষণ করুন এবং ফিডব্যাক প্রধান করুন।
সিলেবাস নিয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে-
Discussion about this post