শিক্ষার আলো ডেস্ক
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার সময় বৃদ্ধি করা হয়েছে। নতুন সময় অনুযায়ী আগামী ১৩ জুন (বৃহস্পতিবার) রাত আটটা পর্যন্ত আবেদন করা যাবে।
আজ সোমবার ( ১০ জুন ) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।আগের সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ মে শুরু হওয়া এ আবেদনের শেষ সময় ছিল আগামীকাল ১১ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এখন তা দুই দিন বাড়লো।
আরও পড়ুন- ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস প্রকাশ
একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে, তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পছন্দক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হবে। অবশ্য ঢাকার নটর ডেম কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠান তাদের নিজেদের মতো শিক্ষার্থী ভর্তি করে থাকে।
Discussion about this post