শিক্ষার আলো ডেস্ক
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে ২৪ জুন (সোমবার)। বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সারা দেশ থেকে প্রতিভাধর ছাত্র-ছাত্রী খুঁজে বের করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি উদ্যোগ। এই প্রতিযোগিতাটির প্রথম যাত্রা শুরু হয় ২০১৩ সালে
বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (শারীরিক শিক্ষা) ড. মুহম্মদ মনিরুক হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুনঃ প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি বাড়ছে
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৪-এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৪ জুন ঢাকায় অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার সেরা মেধাবী ১৫ জনসহ জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী ১৩৫ জনের জন্য বরাদ্দ করা পুরস্কার সংগ্রহ ও ফটোশেসনের জন্য সংশ্লিষ্ট মেধাবীদেরকে ২৩ জুন সকাল সাড়ে ৯টায় অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
Discussion about this post