শিক্ষার আলো ডেস্ক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য সশরীরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে দ্বিতীয় ধাপে (সর্বশেষ) ইউনিটভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (১ জুলাই) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তালিকা প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ, বি, সি, সি-১, ডি ও ই-ইউনিটের জন্য ছেলে ও মেয়েদের আলাদা তালিকা প্রকাশ করা হয়েছে। আগামীকাল বুধবার (৩ জুলাই) থেকে বৃহস্পতিবারের (৪ জুলাই) মধ্যে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বৃহস্পতিবারের (৪ জুলাই) কাগজপত্র জমা দিতে হবে শিক্ষার্থীদের। আগামী ২১ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরুর কথা রয়েছে।
আরও পড়ুনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ
দ্বিতীয় ধাপে (সর্বশেষ) ইউনিটভিত্তিক নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে।
ভর্তি সম্পর্কিত যে কোনো প্রয়োজনে ০১৬১৪৬৬৬৫৫৭, ০১৩১০৪২৬৪৪৪, ০১৩২৭৩৬১৮০১ ও ০১৩২৭৩৬১৮০২ মোবাইল নম্বরে সকাল ৯টা হতে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত যোগাযোগ করা যাবে।
Discussion about this post