শিক্ষার আলো ডেস্ক
একাদশ শ্রেণির ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য তৃতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।আজ মঙ্গলবার (৯ জুলাই) একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল সোমবার(৮ জুলাই) দ্বিতীয় ধাপের নিশ্চায়নের সময়সীমা শেষ হয়েছে।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হয়েছে। এর আগে এ নোটিশে জানানো হয়, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় পর্যায়ের আবেদনের নিশ্চায়ন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল হবে। তাদের ফিসহ আবারো আবেদন করতে হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হয় গত ৪ জুলাই। নির্বাচিতদের দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল প্রকাশ করা হবে ১২ জুলাই। আগামীকাল বুধবার (১০ জুলাই) পর্যন্ত তৃতীয় ধাপে আবেদন নেওয়া হবে। এর ফলাফল প্রকাশ করা হবে ১২ জুলাই রাত ৮টায়।
আরো পড়ুন- প্রকৌশল গুচ্ছভুক্ত চুয়েট, কুয়েট ও রুয়েটে ভর্তির নতুন তারিখ নির্ধারণ
তিনটি ধাপে আবেদনের পর ফলাফল প্রকাশ, নিশ্চায়ন ও মাইগ্রেশন শেষে ১৫ জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। চলবে ২৫ জুলাই পর্যন্ত।
ভর্তি কার্যক্রম শেষে আগামী ৩০ জুলাই সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
Discussion about this post