শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শুরু হতে যাওয়া ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির পাঠদানের কার্যক্রম অনিবার্য কারণবশত আবারো স্থগিত করা হয়েছে।
এ নিয়ে দ্বিতীয় দফায় স্থগিত হলো প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়ার তারিখ।
বৃহস্পতিবার (১১ জুলাই) জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. অধ্যাপক প্রণব কুমার পান্ডের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পাঠদান শুরুর নতুন তারিখ যথাসময়ে জানানো হবে বলা হয় এই বিজ্ঞপ্তিতে।
আরো পড়ুন- একাদশ শ্রেণি ভর্তির ৩য় ধাপের আবেদন ও মাইগ্রেশন ফলাফল আজ
এর আগে ১ জুলাই থেকে ক্লাস শুরু করার সিদ্ধান্ত হয়েছিল। তবে পেনশন সংক্রান্ত নতুন নীতিমালা বাতিলসহ তিন দফা দাবিতে শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে তা পেছানো হয়েছিল। ওই সময় বলা হয়েছিল ১৫ জুলাই প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। তবে আবার সেই সিদ্ধান্ত স্থগিত করা হলো।
Discussion about this post