শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির সময়সীমা আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে ভর্তির সময় বাড়ানো হলেও কলেজগুলোতে কবে থেকে একাদশ শ্রেণির ক্লাস কবে থেকে শুরু হবে সে বিষয়ে কিছুই বলতে পারছেন না শিক্ষাবোর্ড সংশ্লিষ্টরা।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে ভর্তির সময় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন। বোর্ড থেকেও এ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।
এর আগে প্রথম দফায় বর্ধিত সময় আজ বৃহস্পতিবার ১ আগস্ট পর্যন্ত নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ ছিল।
ভর্তি নীতিমালার ঘোষণা অনুযায়ী, ৩০ জুলাই থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা ছিল কলেজ ও মাদ্রাসাগুলোতে। কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন ও এ নিয়ে সৃষ্ট অস্থিরতায় সারাদেশের শিক্ষা কার্যক্রম স্থগিত হয়ে যায়। দেশের কলেজগুলো এখন বন্ধই রয়েছে।
Discussion about this post