শিক্ষার আলো ডেস্ক
শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন চিকিৎসকেরা। শুক্রবার (২ আগস্ট) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেত হন মেডিকেল, ডেন্টাল কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকরা।
সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলন দমাতে সরকার নোংরা খেলায় মেতেছে। সেনা-পুলিশ-বিজিবি দিয়ে নিরীহ মানুষ হত্যা করে এই আন্দোলন থামানো যাবে না। অন্যায়-অবিচারকে কীভাবে রুখতে হয় ছাত্রসমাজ তা দেখিয়ে দিয়েছে। এ সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ছোঁড়ার তীব্র নিন্দা জানান তারা।
আরও পড়ুনঃ শিক্ষার্থী হয়রানির শিকার হলে প্রক্টরকে জানানোর নির্দেশঃ বেরোবি
একজন শিক্ষার্থী বলেন, একটি শান্তিপূর্ণ আন্দোলনকে রণক্ষেত্রে পরিণত করা হয়েছে। অপর এক ছাত্র বলেন, শুরুতে এটি কোটা সংস্কারের আন্দোলন ছিল, বর্তমানে এটি রাষ্ট্র সংস্কারের আন্দোলন।
সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন তারা। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়।
Discussion about this post