শিক্ষার আলো ডেস্ক
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ করে দেওয়া হয় খুলনা বিশ্ববিদ্যালয়। অবশেষ আজ বুধবার থেকে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হলো। একই সঙ্গে খুলে দেওয়া হয়েছে হলগুলো। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে চালু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এর আগে মঙ্গলবার উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।
Discussion about this post