শিক্ষার আলো ডেস্ক
আগামী রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলো খুলবে বলে জানা গেছে। এ ছাড়া ১২ আগস্ট থেকে অনলাইনে ক্লাস হবে। এরপর ২৫ আগস্ট শুরু হবে সশরীর ক্লাস ও পরীক্ষা।
বিশ্ববিদ্যালয়ের ৯৯তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় সিন্ডিকেট সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম আবদুল মঈন।
আরও পড়ুনঃ খুলে দেওয়া হয়েছে ঢাবি হল, বৈধ শিক্ষার্থীরাই কেবল উঠতে পারছেন
তিনি জানান, শুধু বৈধ শিক্ষার্থী আবাসিক হলগুলোয় থাকতে পারবেন। ছাত্রত্ব নেই, এমন কেউ থাকতে পারবেন না। পাশাপাশি মেধার ভিত্তিতে হলের সিট বণ্টন করা হবে।
এর আগে গত ১৭ জুলাই ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
Discussion about this post