শিক্ষার আলো ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রক্টরিয়াল টিম ও আবাসিক ছয়টি হলের প্রভোস্ট বডির সদস্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন । আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
এ বিষয়ে তিনি বলেন, গত দুইদিন ধরে এক এক করে প্রক্টর, সহকারী প্রক্টর, প্রভোস্ট ও সহকারী প্রভোস্টবৃন্দ পদত্যাগপত্র জমা দিচ্ছেন। ইতোমধ্যে সবাই জমা দিয়েছেন বলে জানতে পেরেছি।
পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. ফজলুর রহমান বলেন, অফিস টাইম চলাকালীন ছাত্রীদের তিনটি আবাসিক হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের পদত্যাগপত্র পেয়েছি। প্রক্টরিয়াল টিম ও ছাত্রদের তিনটি আবাসিক হলের প্রভোস্ট ও সহকারী প্রভোস্টদের পদত্যাগপত্র পাইনি।
আরও পড়ুন-নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর,ডিন এবং হল প্রভোস্টকে অব্যাহতি
এর আগে শাবিপ্রবির উপাচার্য , উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ , প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা, প্রভোস্ট বডি, শিক্ষক সমিতিসহ আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া সকল শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনে ব্যর্থতার ও শিক্ষার্থীদের মৃত্যু ঝুঁকিতে ফেলার দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা চেয়ে নিজ নিজ দায়িত্ব থেকে পদত্যাগ করতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’।
Discussion about this post