শিক্ষার আলো ডেস্ক
বৃহস্পতিবার (৮ আগষ্ট) ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসনে ভুঁইয়া পদত্যাগ করেছেন। নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের একজন এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, আজ দুপুরে ই-মেইলের মাধ্যমে শিক্ষাসচিব বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা। পত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।
আরো পড়ুন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কর্মকর্তাদের পদত্যাগ
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১৩তম উপাচার্য হিসেবে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বরে নিয়োগ পান ড. শেখ আবদুস সালাম। পরে ২০২১ সালের ৫ মে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসনে ভুঁইয়া ও ৩০ জুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান নিয়োগ পান।
Discussion about this post