শিক্ষার আলো ডেস্ক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে আগামীকাল রবিবার (১১ আগষ্ট) থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে যবিপ্রবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ১০৩তম জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। রিজেন্ট বোর্ডের সব সদস্য ভার্চুয়ালি অংশ নেন।
আরও পড়ুন-পদত্যাগ করলেন শাবিপ্রবি উপাচার্য
সভায় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে প্রভোস্টবৃন্দ ও প্রক্টরকে সর্বদা সচেষ্ট থাকার জন্য রিজেন্ট বোর্ডের পক্ষ থেকে অনুরোধ করা হয়।
Discussion about this post