শিক্ষার আলো ডেস্ক
পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের। অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন তিনি। এছাড়া চবির রেজিস্ট্রার বরাবরও পদত্যাগপত্র জমা দিয়েছেন উপাচার্য। দায়িত্ব গ্রহণের মাত্র ৫মাসের মধ্যে উপাচার্য পদ থেকে সরে দাঁড়ান তিনি।
আজ সোমবার (১২ আগস্ট) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ। তিনি বলেন, রোববার রাতে ড. মো. আবু তাহের স্যার পদত্যাগ পত্রটি মেইলে পাঠিয়েছেন।
এর আগে এই বছরের ১৯ মার্চ উপাচার্য হিসেবে দায়িত্ব পান অধ্যাপক ড. মো. আবু তাহের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরব ভূমিকা ও ছাত্রীদের সন্ধ্যায় হল থেকে বের করে দেওয়া সহ নানান অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা।
আরও পড়ুন-রাবির আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধ
প্রসঙ্গত, গত ৯ আগস্ট থেকে উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবিতে আন্দোলনে শুরু করে চবি শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে প্রক্টরিয়াল বডি, হল প্রভোস্ট পদত্যাগ করেন।
Discussion about this post