শিক্ষার আলো ডেস্ক
উপাচার্যের পর এবার পদত্যাগ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রেজিস্ট্রার মো. অলিউল্লাহ। এতে প্রশাসন শূন্য হয়ে পড়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মো. আসাদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী পদত্যাগ করেন। তার পদত্যাগের তিন দিন পর এবার পদ থেকে সরে গেলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. অলিউল্লাহ। মূলত এই কারণেই প্রতিষ্ঠানটিতে প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন-পাবিপ্রবিতে সকল ধরনের রাজনীতি নিষিদ্ধ
পদত্যাগপত্রে রেজিস্ট্রার মো. অলিউল্লাহ উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করছি।
Discussion about this post