শিক্ষার আলো ডেস্ক
পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম । আজ মঙ্গলবার (২০ আগস্ট) তার পদত্যাগপত্রটি বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. মো. দিদার-উল-আলমের পদত্যাগের দাবিতে তার বাসভবন ঘেরাও করে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. আব্দুল বাকী ও রেজিস্ট্রার জসিম উদ্দিনের পদত্যাগের দাবিতেও ‘স্টেপ ডাউন ভিসি’ কর্মসূচি পালন করেন তারা।
আরও পড়ুন- ছাত্ররাজনীতি নিষিদ্ধ ইডেন মহিলা কলেজে
প্রসঙ্গত, বিগত ৭ আগস্ট থেকে নোবিপ্রবির উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের পদত্যাগের দাবি জানিয়ে আসছেন ছাত্ররা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ, প্রক্টর, হল প্রভোস্ট, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের প্রধানসহ অনেকেই পদত্যাগ করেছেন।
Discussion about this post