শিক্ষার আলো ডেস্ক
সাম্প্রতিক সময়ে সারাদেশে বন্যার্তদের সহায়তার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বুথ বসিয়ে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল থেকে এই কর্মসূচি চলমান রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা টিএসসিতে শুকনো খারাব ও নগদ টাকা সংগ্রহ করছেন। শিক্ষার্থীরা টাকাসহ প্রদানকৃত ত্রাণ নথিভুক্ত করছেন। বিভিন্ন পর্যায় থেকে মানুষ চিড়া, বিস্কুট, স্যালাইন, মুড়িসহ বিভিন্ন প্রকারের শুকনো খাবার প্রদান করেছেন।
আরো পড়ুন-এইচএসসি পরীক্ষার ফলাফল ৪০ দিনের মধ্যে
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অনলাইনেও ত্রাণ উত্তোলনের কাজ চলমান রয়েছে। বন্যার্তদের সহায়তায় তারা উদ্ধার অভিযান ও ত্রাণ বিতরণ কর্মসূচিও ঘোষণা করেছে।
Discussion about this post