শিক্ষার আলো ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। কেন্দ্র তালিকায় দেখা যায়, সারা দেশের ৩৪৩টি কলেজকে কেন্দ্র করা হয়েছে। অনার্স ১ম বর্ষের পরীক্ষা এসব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন-জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৩ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় আবেদন ফরম পূরণের সময় ২৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছিল। এ সময় আগে ছিল ২২ জুলাই পর্যন্ত। তবে এ সময়ের মধ্যে যেসব পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারেননি, তাঁরা জরিমানা দিয়ে ২৭ আগস্টের মধ্যে ফরম পূরণ করতে পারবেন বলে জানানো হয়।
অনার্স পরীক্ষার কেন্দ্র তালিকা দেখতে ক্লিক করুন
Discussion about this post