শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির প্রথম ধাপের আগাম টাকা জমার সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ টাকা জমা দেওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষিরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন-জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের শিক্ষাজীবন চলমান রাখার সুবিধার্থে এবং সাম্প্রতিক বন্যা-কবলিত জনপদের শিক্ষার্থীদের টাকা পরিশোধে চলমান প্রতিবন্ধকতা বিবেচনায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে ভর্তির আগাম টাকা জমা করার শেষ তারিখ ২৩ আগস্টের পরিবর্তে ৩১ আগস্ট পর্যন্ত বর্ধিত করা হলো।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে কেন্দ্রীয় ভর্তি অফিসের হেল্পলাইন বন্ধ থাকবে। রবিবার (২৫ আগস্ট) থেকে আবার হেল্পলাইন খোলা থাকবে। বন্যা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তী ধাপের বিষয় বরাদ্দের তারিখ অনলাইনে প্রকাশ করা হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন-
Discussion about this post