শিক্ষার আলো ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৬ শিক্ষার্থী জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪-এর জন্য নির্বাচিত হয়েছেন। সোমবার (১৯ আগস্ট) ফেলোশিপের বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
জাতিসংঘ একাডেমিক ইমপ্যাক্ট (ইউএনএআই) এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক (এমসিএন) কর্তৃক পরিচালিত এই প্রোগ্রামটি সারা বিশ্বের তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা উন্নয়নে উৎসাহিত করে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জান্য তাদেরকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে অনুপ্রাণিত করে।
এই বছরের মিলেনিয়াম ফেলোশিপ ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক। মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্ক টিমের তথ্যমতে, এবছর সারা বিশ্বের ১৭০ টি দেশের ৬ হাজার ক্যাম্পাস থেকে মোট ৫২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী মিলেনিয়াম ফেলোশিপের আবেদন করেছেন। তাদের মধ্য থেকে ৪০ টি দেশের ২০০ ক্যাম্পাসকে নির্বাচন করা হয়েছে, যার মাধ্যমে ৪ হাজার (৫%) শিক্ষার্থীকে মিলেনিয়াম ফেলো হিসেবে মনোনীত কর হয়েছে।
এতে ক্যাম্পাস ডিরেক্টর হিসেবে সিলেকশন পেয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শারমিন সুলতানা কলি ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মো. রিফাত ইসলাম ।
মিলেনিয়াম ফেলোশিপ প্রোগ্রামটি শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করে এবং তাঁদেরকে বিশ্বব্যাপী সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে উৎসাহিত করে। এই ফেলোশিপের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমান বাতবায়নে কাজ করবে এবং বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে তাদের দক্ষতা ও উদ্যোগের মাধ্যমে ভূমিকা রাখবে।
Discussion about this post