শিক্ষার আলো ডেস্ক
সম্প্রতি বন্যাদুর্গত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় সহযোগিতা করতে দুদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন-বন্যার্তদের ১ দিনের বেতন দিচ্ছে জবি শিক্ষকরা
তিনি জানান, বন্যাদুর্গত মানুষের সাহায্যের জন্য আগস্ট মাসের একদিনের বেতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহত স্বজনদের সেপ্টেম্বর মাসের একদিনের বেতন দেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। শনিবার (২৪ আগস্ট) শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Discussion about this post