শিক্ষার আলো ডেস্ক
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারার, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পর এবার পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের আরো ৬টি আবাসিক হলের প্রভোস্টবৃন্দ। তারা প্রত্যেকেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
রোববার (২৫ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার বলেন, আজকে দুপুরে আমি ৬টি হল প্রভোস্টের পদত্যাগপত্র পেয়েছি। তাদের প্রত্যেকেই ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
আরও পড়ুন-বন্যার্ত ও আন্দোলনে হতাহতদের ২দিনের বেতন দেবেন শাবিপ্রবি শিক্ষকরা
পদত্যাগকারী প্রভোস্টবৃন্দ হলেন- সাদ্দাম হোসেন হলের অধ্যাপক ড. আসাদুজ্জামান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের অধ্যাপক ড. শফিকুল ইসলাম, শেখ রাসেল হলের অধ্যাপক ড. মুর্শিদ আলম, শেখ হাসিনা হলের অধ্যাপক ড. রেবা মন্ডল, খালেদা জিয়া হলের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শিপন মিয়া।
Discussion about this post