শিক্ষার আলো ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর শিক্ষা কার্যক্রম রোববার (২৫ আগস্ট) শুরু হওয়ার কথা থাকলেও বর্তমানে দেশের বন্যা পরিস্থিতির অবনতি এবং ছাত্রদের আবেদনের পরিপ্রেক্ষিতে স্নাতক পর্যায়ের একাডেমিক কার্যক্রম আগামী সোমবার (২ সেপ্টেম্বর) থেকে শুরু হবে।
রোববার (২৫ আগস্ট) অনুষ্ঠিত ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান এবং পরিচালক (ছাত্র কল্যাণ) এর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আরো পড়ুন-গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম স্থগিত
কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সেকশন অফিসার (গ্রেড-১) শাহেদুজ্জামান শেখ গণমাধ্যমকে এসব তথ্য জানান।
Discussion about this post