শিক্ষার আলো ডেস্ক
দীর্ঘ প্রায় তিন মাস বন্ধ থাকার পর অবশেষে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হতে যাচ্ছে।
উপাচার্য না থাকায় ডিনস কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী মঙ্গলবার থেকে অনলাইন এবং আগামী সপ্তাহ থেকে অফলাইনে (শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে) ক্লাস পরীক্ষা শুরুর সিদ্ধান্ত হয়।
আজ রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় ডিনস কমিটির আহ্বায়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আরও পড়ুন-ইবির জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনে ড.আশ্রাফী
এ সময় থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডিন মোছা. কামরুন্নাহার, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. মনজুরুল হক, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরিন উপস্থিত ছিলেন।
Discussion about this post