নিজস্ব প্রতিবেদক
২০২০ খ্রিষ্টাব্দের প্রাথমিক বিদ্যালয় শুমারির তথ্য সংগ্রহ করে আগামী ৩০ জুনের মধ্যে অনলাইন এপিএসসি সফটওয়্যারে এন্ট্রি করতে সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সাথে ডাটা এন্ট্রি করার প্রক্রিয়ার বিস্তারিত নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রোববার (১৭ মে) অধিদপ্তর থেকে সব উপজেলা শিক্ষা কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।
জানা গেছে, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২০ এর তথ্য সংগ্রহের নিমিত্ত ফরম ও অনলাইন সফটওয়্যার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ইতােমধ্যে আপলােড করা হয়েছে। বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি-২০২০ এর তথ্য সংগ্রহে সফটওয়ারে ৩০ জুনের মধে ডাটা এন্ট্রি করতে হবে।
Discussion about this post