শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ভবন থেকে আরেকটির দূরত্ব স্থানভেদে এক কিলোমিটারের ওপরে। এসব জায়গায় যেতে শিক্ষার্থীদের রিকশাভাড়া দিতে ২০ টাকার ভাড়া ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত গুণতে হয়!
এসব নিয়ে প্রায়শই শিক্ষার্থীদের রিকশাচালকদের সঙ্গে তর্কে জড়াতে দেখা যায়। বিভিন্ন সময় ক্যাম্পাস এলাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাড়া নির্ধারণ করে দিলেও রিকশাচালকরা তা মানেন না। শিক্ষার্থীদের এহেন গান্তি কমাতে ক্যাম্পাসে শাটল সার্ভিস চালু করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ আজ গণমাধ্যমকে একথা জানান। তিনি জানান, এতে একটি স্টপেজ থেকে আরেকটি স্টপেজের সর্বোচ্চ ভাড়া হবে পাঁচ টাকা। এই সুবিধার ফলে শিক্ষার্থীদের আউটসোর্সিং করারও সুযোগ আসতে পারে।
ইতোমধ্যেই সার্ভিস নিয়ে পাঁচটি বাস কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রাথমিক আলোচনা হয়েছে। এই সপ্তাহের মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসন সবার সঙ্গে আলোচনা চূড়ান্ত করবে। আগামী সপ্তাহে শাটল সার্ভিস চালু হতে পারে বলেও জানান তিনি।
আরও পড়ুনঃ শিক্ষাব্যবস্থার সংস্কারে যে প্রস্তাব দিলো ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজ’
সম্ভাব্য রুটগুলো জানিয়ে তিনি বলেন, শহীদুল্লাহ হল, সুফিয়া কামাল হল, পলাশী, কুয়েত মৈত্রী হল, শাহবাগসহ আরও বিভিন্ন জায়গায় চলবে শার্টল। এক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ পাঁচ টাকা। অর্থাৎ এক স্টপেজ থেকে আরেক স্টপেজের ভাড়া হবে পাঁচ টাকা।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের শাটল সার্ভিসের প্রশংসা করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত এটি। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ন্ত্রণেও কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত।
এ বিষয়ে শিক্ষার্থীরা বেশ কিছু পরামর্শ রেখেছেন।যেমনঃ ঢাবির শিক্ষার্থী ছাড়া যেন কেউ এই শার্টল ব্যবহার করতে না পারে, তা না হলে ক্যাম্পাস আরও পার্কে পরিণত হবে। শাটল যেন পুরা ক্যাম্পাস এলাকায় (কুয়েত মৈত্রী হল পর্যন্ত) চলাচল করে তা নিশ্চিত করতে হবে। বিভিন্ন পয়েন্টে গেট দিতে হবে, যেন শিক্ষার্থী, কর্মচারী, শিক্ষক ছাড়া কেউ ঢুকতে না পারে ইত্যাদি।
Discussion about this post