শিক্ষার আলো ডেস্ক
গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তিপ্রক্রিয়ায় অনিয়ম তদন্তে গঠিত কমিটি পুনর্গঠন করা হচ্ছে। নতুন করে এ কমিটিতে দুজন শিক্ষার্থী প্রতিনিধি যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউজিসি সূত্র জানায়, গত ৫ সেপ্টেম্বর গুচ্ছের অনিয়ম তদন্তে ইউজিসির সাবেক সদস্য অধ্যাপক ড. জাকির হোসেনকে আহ্বায়ক ও ইউজিসির রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. জামাল উদ্দিনকে সদস্য সচিব করে তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু ওই কমিটি নিয়ে শিক্ষার্থীরা আপত্তি তোলায় কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। চলতি সপ্তাহে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
আরও পড়ুনঃ ১৮ দিনে কমপক্ষে ১৮ কোটি টাকা সাশ্রয় করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের একজন কর্মকর্তার সুত্রে জানা গেছে, পুনর্গঠন হতে যাওয়া কমিটিতে জোবায়ের আহম্মদ ও ফাহিম নামে দুজন শিক্ষার্থীকে রাখার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তারা অনিয়মের তথ্য-প্রমাণ দিয়ে সহযোগিতা করবেন। এছাড়া কমিটিতে ইউজিসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেরিট নির্বাচন ও মাইগ্রেশনে কোনো অনিয়ম বা ত্রুটি হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করবে এই কমিটি।
Discussion about this post