শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আবাসিক হলগুলোতে তথাকথিত ‘পলিটিক্যাল ব্লক’ বা অন্য কোনও অননুমোদিত ব্লক, কক্ষ ইত্যাদি থাকবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া নতুন করে আবাসিক হলে সিট প্রদানের ক্ষেত্রে কোনও ধরনের তদবির বা চাপ ইত্যাদি সরাসরি শৃঙ্খলাভঙ্গের প্রয়াস বলে বিবেচিত হবে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত হল প্রাধ্যক্ষদের সঙ্গে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তের বিষয়গুলো নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার গণমাধ্যমকে বলেন, ‘আজকের সভায় আবাসিক হলগুলো সুষ্ঠুভাবে পরিচালনাসহ সিট বরাদ্দ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় বিভিন্ন বিষয়ের মধ্যে হলগুলোতে আবাসিকতা প্রদান এবং সিট বরাদ্দ সংক্রান্ত খসড়া নীতিমালা আলোচনা ও যাছাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে হলগুলোতে বিজ্ঞপ্তির মাধ্যমে আবাসিকতা প্রদান ও সিট বরাদ্দের জন্য আবেদন গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
‘সভায় আরও সিদ্ধান্ত হয়, আবাসিকতা প্রদানের ক্ষেত্রে কোনও হলে তথাকথিত পলিটিক্যাল ব্লক বা অন্য কোনও অননুমোদিত ব্লক, রুম ইত্যাদি থাকবে না।’
সভায় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক সাজ্জাদুর রহিম, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. আমিরুল ইসলামসহ সব হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
Discussion about this post