শিক্ষার আলো ডেস্ক
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য এবং কোষাধ্যক্ষ নিয়োগ দেয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কো কেমিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ এম সরওয়ার উদ্দিনকে উপাচার্য নিয়োগ দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আরও পড়ুন-চবির নতুন উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইয়াহ্ইয়া
আর বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। তাকেও চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া কোষাধ্যক্ষ পদ নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। তাকে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
Discussion about this post