শিক্ষার আলো ডেস্ক
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপাচার্য প্রফেসর ড. শওকাত আলীর সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত সিন্ডিকেটের ১০৭তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুসারে, অ্যাকাডেমিকের পাশাপাশি পুরোদমে চলবে প্রশাসনিক কার্যক্রমও।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, তিন হলের প্রভোস্ট নিয়োগসহ গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে বেরোবি শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়।
Discussion about this post