শিক্ষার আলো ডেস্ক
জিএসটি গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চতুর্থ ধাপের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। আগামী ৫ অক্টোবর চূড়ান্ত ভর্তি শুরু হবে। আর ২০ অক্টোবর ক্লাস শুরু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি প্রক্রিয়া ২৮ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে। প্রাথমিক ভর্তি ও ফি প্রদান করতে হবে ২৮ সেপ্টেম্বর দুপুর ১২টা হতে ২৯ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। GST ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে ৫০০০ টাকা প্রাথমিক ভর্তি ফি প্রদানের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
আরও পড়ুনঃ
৫–১০–২৪ থেকে ২৭–১০–২৪ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়সমূহ বিভিন্ন কোটার ভর্তিসহ চূড়ান্ত ভর্তি সম্পন্ন করবে। স্ব-স্ব বিশ্ববিদ্যালয় বিভিন্ন কোটা ও চূড়ান্ত ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তি নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করবে।
২০ অক্টোবর থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলে জানা গেছে। স্ব-স্ব বিশ্ববিদ্যালয় সুবিধা অনুযায়ী এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
্আরও স্তারিত জানতে এই বিজ্ঞপ্তি -তে ক্লিক করুন।
Discussion about this post