শিক্ষার আলো ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধি করা হয়েছে।
সমাবর্তনে অংশগ্রহণের জন্য ১০ অক্টোবর দুপুর ১২টা থেকে আগামী ২৪ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
এতে বলা হয়েছে- দ্বাদশ সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগ্রহীদের সুবিধার্থে রেজিস্ট্রেশনের সময় আরও বাড়ানো হয়েছে। তবে সমাবর্তনে অংশগ্রহণের যোগ্যতাসহ রেজিস্ট্রেশনের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে। এছাড়া রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে। আর সমাবর্তনের সম্ভাব্য নতুন সময় আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধ।
উল্লেখ্য, এক বছর আগে স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দ্বাদশ সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছিল আগামী ২৮ নভেম্বর। তবে অনিবার্য কারণ:বশত এই তারিখও পরিবর্তন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ১৯৫৩ সালে। সর্বশেষ অর্থাৎ একাদশ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৩০ নভেম্বর।
Discussion about this post