শিক্ষার আলো ডেস্ক
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) কর্মরত যেকোনও জ্যেষ্ঠ অধ্যাপককে ভিসি হিসেবে নিয়োগের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এই আন্দোলন গড়ালো তৃতীয় দিনে। এতে যোগ দিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। যার কারণে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও একাডেমিক কার্যক্রমও।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে সমবেত হয়ে তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করেন তারা।
নিজ প্রতিষ্ঠান থেকে ভিসি নিয়োগের দাবিতে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ১৯ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছেন। ওই দিন শিক্ষার্থীরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রেরণ, ৩ অক্টোবর ক্লাস-পরীক্ষা বয়কট ও অবস্থান কর্মসূচি, ৪ অক্টোবর বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল, ৫ অক্টোবর রোড ব্লক, ৬ অক্টোবর টোটাল শাটডাউন ও ৪৮ ঘণ্টার মধ্যে ভিসি নিয়োগের আল্টিমেটাম এবং ৭ অক্টোবর শিক্ষার্থী-শিক্ষক-কর্মচারী সবাই একসাথে শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান করেন এবং সম্পূর্ণ সিভাসু পরিবারের পক্ষ থেকে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। টানা এক সপ্তাহ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার পরেও অভ্যন্তরীণ ভিসি নিয়োগের কোনো সুরাহা না হওয়ায় ৮ অক্টোবর, মঙ্গলবার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা প্রেস কনফারেন্স করে বিকেল ৫টায় ভিসির বাসভবন ও ভিসির অফিসে তালা দেন।
টানা আন্দোলন সংগ্রামের পরেও সংশ্লিষ্ট মহলের টনক না নড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার হুঁশিয়ারী দিয়েছে শিক্ষার্থীরা।
Discussion about this post