শিক্ষার আলো ডেস্ক
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ পাবে। এ আবেদন শুরু হবে আগামী বুধবার (১৬ অক্টোবর)। আর ২২ অক্টোবর পর্যন্ত এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে।
সম্প্রতি শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
আরও পড়ুন-মঙ্গলবার প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল
জানা যায়, আগামী মঙ্গলবার (১৫ অক্টোবর) ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। এবার কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ করা হবে না। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ড থেকে বেলা ১১টায় ফলাফল জানানো হবে।
শিক্ষার্থীরা অনলাইনে বা মুঠোফোনে এসএমএসের মাধ্যমে তাদের ফলাফল জানতে পারবেন। মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
Discussion about this post