শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) এখনো আসন ফাঁকা আছে ৭৭টি। তবে আগামী ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়টির ক্লাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। ভর্তির টেকনিক্যাল কমিটি এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন-মঙ্গলবার প্রকাশ হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল
প্রাপ্ত তথ্যমতে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ছয়টি অনুষদের অধীন ২৫টি বিভাগে মোট আসনসংখ্যা ১ হাজার ৫৭০। চূড়ান্ত ভর্তি শেষে ক ইউনিট তথা বিজ্ঞান বিভাগে ৩৭ টি, খ ইউনিট তথা মানবিক শাখায় ২০ টি এবং গ ইউনিটে ২০ টি আসন ফাঁকা আছে।
Discussion about this post