শিক্ষার আলো ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রফেশনাল মাস্টার ইন গভর্ন্যান্স স্টাডিজ (পিএমজিএস) প্রোগ্রামের ১৬তম ব্যাচের প্রথম সেমিস্টারে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্সের মেয়াদ ১৮ মাস। আগামী ৭ নভেম্বরের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কার্যালয় থেকে ১ হাজার ৫০০ টাকার বিনিময়ে ভর্তির আবেদনপত্র ও আনুষঙ্গিক কাগজপত্র সংগ্রহ করা যাবে।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে। প্রার্থীর স্নাতকসহ সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৫০ থাকতে হবে।
ভর্তি পরীক্ষা: ৮ নভেম্বর, বেলা ৩টা। ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.du.ac.bd
Discussion about this post