শিক্ষার আলো ডেস্ক
দেশের ৯ কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ জন্য নতুন করে আবারো প্রবেশপত্র ডাউনলোড করতে বলেছে কর্তৃপক্ষ। ভর্তি পরীক্ষার আগের সময় পর্যন্ত শিক্ষার্থীরা এ ডাউনলোডের সুযোগ পাবেন। সে হিসেবে আর দু’দিন সময় পাবেন তারা।
ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের অবশ্যই নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। গত ২৫ সেপ্টেম্বর থেকে ওয়েবসাইটে https://acas.edu.bd এটি পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে বিভাগীয় শহরে, দেখে নিন মানবন্টন
পরীক্ষা শুরুর আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বলে এতে জানানো হয়েছে। জানা গেছে, ২৫ অক্টোবর বেলা ১১টায় সারাদেশে একযোগে চলবে ভর্তি পরীক্ষা। গত ১৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় ভর্তি কমিটির জুম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে।
Discussion about this post