শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রযুক্তি ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে শূন্য আসনের জন্য নতুন বিষয় মনোনয়ন দেওয়া হয়েছে। নতুনভাবে মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকার আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের খালি আসনে ৭ নভেম্বর বিশেষ মাইগ্রেশন ও মেধাক্রম অনুযায়ী নতুনভাবে বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। নতুনভাবে যে সব প্রার্থী বিষয় মনোনয়ন পেয়েছেন, তাদরে মধ্যে ভর্তি ইচ্ছুক প্রার্থীকে ভর্তি সংশ্লিষ্ট ওয়েবসাইটে কেন্দ্রীয় ভর্তি অফিসের নির্দেশনা (গুরুত্বপূর্ণ তথ্য) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি ফি অনলাইনের মাধ্যমে জমা দেবেন।
জমার রশিদের প্রিন্ট কপি এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্টসহ নির্ধারিত তারিখ ও সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবন এলাকায় উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ট্রেনিং রুমে (কক্ষ নম্বর ১১২, দ্বিতীয় তলা) সাক্ষাৎকারে উপস্থিত থাকতে বলা হয়েছে।
নতুনভাবে বিষয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে মেধাক্রম ৩৪৭১ থেকে ৪৭৭৫ পর্যন্ত এবং ৪৬৩, ৪৭৮, ৭৩৩, ৭৫৯, ৮২৪, ৯৪৯, ১৬৬৫, ১৮৬৩, ২৭২৬, ৩০২০ রোল নম্বরধারী রয়েছেন।
আরো পড়ুন-কৃষি গুচ্ছভূক্ত ৯ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ফলাফল প্রকাশ
অনলাইনে পূরণকৃত প্রার্থীর প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম ও শিক্ষার্থীর ভর্তিযোগ্য বিষয়সমূহের পছন্দক্রম-এর প্রিন্ট কপি (ফরমের নিচের অংশে প্রার্থীর স্বাক্ষর ও মোবাইল নম্বর লিখতে হবে); অনলাইনের মাধ্যমে বর্তমানে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৩ হাজার ৪০০ টাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ৫ হাজার টাকা পরিশোধের রশিদের প্রিন্ট কপি (ইউনিট ও শিক্ষার্থী অংশ) আনতে হবে।
মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট ডিন অফিসে জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্টসমূহের পর্যাপ্ত সংখ্যক (কমপক্ষে ২০ কপি) ফটোকপি করে নিজের কাছে রাখতে হবে, যা পরবর্তিতে ভর্তি সংক্রান্ত ও অন্যান্য বিভিন্ন কাজে প্রয়োজন হবে।
বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
Discussion about this post