শিক্ষার আলো ডেস্ক
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫ শিক্ষাবর্ষের জানুয়ারি সেমিস্টারে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজ রোববার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবাইসটে রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার ৫৯০ আসনে ভর্তি নেওয়া হবে।
অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে সোমবার (১৮ নভেম্বর)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে (এমএসসি ইঞ্জি./এমইউআরপি/এমএসসি/এমফিল ও পিএইচডি) এবং বিভিন্ন ইনস্টিটিউটে (আইআইসিটি, আইডিএম ও আইইপিটি) পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামে (পিজিডি/এমএসসি ইঞ্জিঃ/এমএস-সি/এম-ডিএম)/এমএসসি-স্যানিটেশন ও পিএইচডি) শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
আরও পড়ুন-বুয়েটের ১ম ধাপের পরীক্ষা ২৫ জানুয়ারি
সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, আরবান অ্যান্ড রিজিওনাল প্লানিং, লেদার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, গণিত, রসায়ন ও পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি নেওয়া হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন নিচে-
Discussion about this post