শিক্ষার আলো ডেস্ক
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হবে আগামী ৮ ডিসেম্বর। আর ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। এমবিবিএস ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ জানুয়ারি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। তবে আবেদন শুরু এবং শেষের তারিখ, প্রবেশপত্র সংগ্রহসহ অন্যান্য বিষয়গুলো এখনো চূড়ান্ত অনুমোদন মেলেনি।
তিনি আরও বলেন, আমাদের প্রস্তাবনা অনুযায়ী এমবিবিএস ভর্তি আবেদন শুরু হবে ১০ ডিসেম্বর থেকে। যা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদনের ক্ষেত্রে দুই সপ্তাহেরও বেশি সময় পাবেন।
আরো পড়ুন-জবি ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ পরিবর্তন আনার কথা জানান। তিনি বলেন, এবারের পরীক্ষায় সবচেয়ে বড় পরিবর্তন আসছে নম্বরের ক্ষেত্রে। আগের মতো এক ঘণ্টায় ১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এর সঙ্গে এসএসসি ও এইচএসচি বা সমমানের পরীক্ষা থেকে ৫০ করে ১০০ নম্বর নিয়ে ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে।
Discussion about this post