শিক্ষার আলো ডেস্ক
নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করতে না পারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবম শ্রেণির শিক্ষার্থীদের আবারো রেজিস্ট্রেশনের সুযোগ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বাদ পড়া শিক্ষার্থীরা আগামীকাল ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) থেকে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। তারা ১০ ডিসেম্বর (মঙ্গলবার) পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। গত বছরের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বিলম্ব ফি দিতে হবে না।
আজ বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক কাজী ফয়জুর রহমান স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন না হলে দায় প্রধান শিক্ষককে নিতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরো পড়ুন-এইচএসসির ফরম পূরণ শুরু ২ মার্চ
এতে আরও বলা হয়, ২০২৩-২০২৪ খ্রিষ্টাব্দের নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছিলো। বিভিন্ন কারণে বাদপড়া শিক্ষার্থী ও বোর্ড পরিবর্তনের মাধ্যমে আসা শিক্ষার্থীদের ৫ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন হবে। বিলম্ব ফি ছাড়া সোনালী সেবার মাধ্যমে টাকা জমা দিতে হবে।
এছাড়া নির্ধারিত তারিখের পর কোনো অবস্থায় কোনো শিক্ষার্থীকে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না।
Discussion about this post