শিক্ষার আলো ডেস্ক
২০২৫ সালের দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। কুরআন মাজিদ ও তাজভিদ পরীক্ষার মাধ্যমে আগামী বছরের ১০ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। এবছরের দাখিল ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে।
আরো পড়ুন-শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ প্রকাশিত
আগামী ১০ এপ্রিল থেকে দাখিল শুরু হওয়া পরীক্ষা, চলবে ১২ মে পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৪ মে, ১৮ মে এর মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
Discussion about this post