শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সংশ্লিষ্ট ওয়বসাইটে এ মেধাতালিকা প্রকাশিত হয়েছে।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, মেরিটাইম গভর্নেন্স এন্ড পলিসি অনুষদে প্রথম স্থান অর্জন করেছেন মো. জিহাদ প্রামানিক, দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাইমুন শহীদ লিয়াম, তৃতীয় স্থান অর্জন করেছেন শ্রী দেবাশীষ বিশ্বাস।
শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন শামস শাবাহ আল ইসলাম, দ্বিতীয় স্থান অর্জন করেছেন আরীব জাওয়াদ, তৃতীয় স্থান অর্জন করেছেন সৈয়দ ফারহান তাহরীম।
মেধাতালিকা অনুযায়ী ভর্তি শুরু হবে ১৩ এপ্রিল থেকে। এর আগে, গত ২০ ও ২১ ডিসেম্বর এ মেরিটাইম ইউনিভার্সিটির চারটি ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Discussion about this post