শিক্ষার আলো ডেস্ক
আগামী একমাসের মধ্যে সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারি করে তার অধীনে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি করেছেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা অর্ধেকের বেশি কমানো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে নতুন করে ভর্তি পরীক্ষা আয়োজন করা হলে আবারও রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা কলেজের শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের মুখপাত্র আব্দুর রহমান।
তিনি বলেন, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা ছাড়া সাত কলেজের শিক্ষার্থীরা নতুন কোনো সেশনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অবস্থায় ভর্তি পরীক্ষা নিতে দেবে না। এখন যে বিশেষজ্ঞ কমিটি গঠিত হয়েছে, এ কমিটির সদিচ্ছা থাকলে আগামী একমাসের মধ্যে একটি নতুন বিশ্ববিদ্যালয়ের রূপরেখা জাতির সামনে তুলে ধরা এবং ২০২৪-২৫ সেশনের ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা সম্ভব। এরপরও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভর্তি পরীক্ষা নেওয়ার নতুন পাঁয়তারা করে, কোনো ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করে, আমরা আবার পড়ার টেবিল ছেড়ে রাজপথে নেবে আসতে বাধ্য হবো।
উল্ল্খ্যে গত ৩০ ডিসেম্বর মন্ত্রণালয় থেকে আরেকটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এই সমস্যা নিরসনের দায়িত্ব দেয়া হয়।
Discussion about this post