নিজস্ব প্রতিবেদক
গত ৭ এপ্রিল সংসদ টেলিভিশনে শুরু হয়েছে প্রাথমিক স্তরের ক্লাস সম্প্রচার। সংসদ বাংলাদেশ টিভির মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত রেকর্ড করা ক্লাস সম্প্রচার করা হচ্ছে। ‘ঘরে বসে শিখি’ শিরোনামে এ কার্যক্রম শুরু হয়েছে।২০মে পর্যন্ত সংসদ টিভিতে এ কার্যক্রম চলে।
তবে আজ(২০মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মহাপরিচালক মো:ফসিউল্লাহ স্বাক্ষরিত এক অফিস আদেশ জারি করা হয়।এতে উল্লেখ থাকে যে,পবিত্র শব-ই-কদর ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ৩০ মে, ২০২০ তারিখ পর্যন্ত সংসদ বাংলাদেশ টেলিভিশন -এ প্রাথমিক শিক্ষার পাঠদান কার্যক্রম সম্প্রচার স্থগিত থাকবে।উক্ত সম্প্রচার কার্যক্রম ৩১মে,২০২০ থেকে যথারীতি চলবে এবং পরবতীর্ রুটিন যথাসময়ে জানানো হবে।
Discussion about this post