শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। কুয়েটের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ভর্তি পরীক্ষায় যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্রও ডাউনলোড শুরু হয়েছে। ওয়েবসাইটে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস (সিট প্ল্যান) প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করে বিস্তারিত জানা যাবে। রিসেট পাসওয়ার্ড অপশনে গিয়ে আবেদনের সময় ব্যবহৃত মোবাইল ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ডও পরিবর্তন করা হবে।
আরো পড়ুন-জুনের শেষ সপ্তাহে এইচএসসি পরীক্ষা
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়:
১১ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ৯টা হতে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। মুক্তহস্ত অংকন বেলা ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ, বিভাগ পছন্দ প্রদানের নির্দেশনা, ভর্তির নিয়মাবলী ও ভর্তির তারিখ ঘোষণা করা হবে ২৬ জানুয়ারি (রোববার)।
Discussion about this post