শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ভর্তি ইচ্ছুকদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে আজ রোববার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে। আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) পর্যন্ত (ডাউনলোড রঙিন প্রিন্ট) আবেদনকারীরা ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
প্রবেশপত্র ডাউনলোড করতে ক্লিক করুন-
জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট এক লাখ ৩৫ হাজার ২৬১ জন ভর্তিচ্ছু। আর কোটাসহ মেডিকেলে মোট আসন রয়েছে পাঁচ হাজার ৩৮০টি। এ হিসাবে এ বছর একটি আসন নিশ্চিত করতে ২৫ জন শিক্ষার্থী ভর্তিযুদ্ধে নামবেন।
আরো পড়ুন-জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে শূন্য আসনে ভর্তি শুরু
আগামী ১৭ জানুয়ারি (শুক্রবার) সারাদেশে একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা। বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারি।
দেশে মেডিকেল কলেজ হলো ১১০টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজ ৩৭টি ও বেসরকারি মেডিকেল কলেজ ৬৭টি। এ ছাড়া একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ।
Discussion about this post