শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী ১৯ এপ্রিল ও ৩ মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলীর সভাপতিত্বে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন প্রক্রিয়া চালবে।
পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৩ মে ‘এ’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টায় এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ বছর গুচ্ছের ২৪ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভর্তি পরীক্ষা থেকে সরে এসেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
Discussion about this post