শিক্ষার আলো ডেস্ক
২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক কোর্স লেভেল-১ এর ভর্তি পরীক্ষার যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। ‘ক’ ও ‘খ’ গ্রুপের জন্য আলাদা তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার ৯টি বিভাগে ৯২০টি আসনে ভর্তি নেওয়া হবে। ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাখাইন সম্প্রদায়ের জন্য একটি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (উপজাতি) জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি আসন সংরক্ষিত আছে।
এবার ‘ক’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ফি ১২শ টাকা এবং ‘খ’ গ্রুপে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ ১৪শ টাকা নেওয়া হয়েছে। প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ২৭ জানুয়ারি (সোমবার) সকাল ১০টায়।
আরো পড়ুন:চবির ভর্তি পরীক্ষা শুরু ১লা মার্চ
ভর্তি পরীক্ষার ওয়েবসাইট https://admissioncuet.ac.bd হতে ভর্তি নির্দেশিকা ২০২৪-২৫ ডাউনলোড করে নিতে পারবে। ভর্তি পরীক্ষার যাবতীয় তথ্য ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে এবং উল্লিখিত নিয়মাবলী ছাত্র-ছাত্রীদেরকে অনুসরণ করতে হবে।
‘খ’ গ্রুপের যোগ্যদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
Discussion about this post