শিক্ষার আলো ডেস্ক
সেনাবাহিনী পরিচালিত বেসরকারি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ রোববার (২৬ জানুয়ারি) এসএসসি ও এইচএসসির জিপিএ এবং ভর্তির জন্য লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়।
এর মধ্যে এএফএমসি ক্যাডেটের (বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদান করবেন) ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’- চারটি গ্রুপে ১১৩ জনকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে। তাদের আগামী ২ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে এএফএমসি, ঢাকা সেনানিবাসে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে।
আরো পড়ুন-বুয়েটে ভর্তির প্রাক-নির্বাচনীর ফলাফল ৪ ফেব্রুয়ারি
Discussion about this post